ফ্রিল্যান্সিং স্ট্যাট ২০২০ - ফ্রিল্যান্সিং এর কি অবস্থা?

ফ্রিল্যান্সিং স্ট্যাট ২০২০ – ফ্রিল্যান্সিং এর কি অবস্থা?

২০২০ সালের এপ্রিল থেকে জুন, এই ৩ মাসে বিশ্বে ফ্রিল্যান্স জব মার্কেট বেড়েছে ২৫ শতাংশ।

ঘটনাবহুল ২০২০ সাল শেষ হয়ে যাচ্ছে আর ১ দিন পরেই। আসুন জেনে নেই ২০২০ সালে বিশ্বের ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এবং ওয়ার্কফোরসের হালচাল।

◉ ফাইভারে রয়েছে প্রায় ৭ মিলিয়ন প্রফেশনাল ফ্রিল্যান্সার যারা বিভিন্ন দক্ষতা নিয়ে কাজ করেন।

◉ আপওয়ার্কে রয়েছে প্রায় ১৭ মিলিয়ন রেজিস্টার্ড ফ্রিল্যান্সার।

◉ ফাইভারে প্রতি ৪ সেকেন্ড ১ টি জব সেল হচ্ছে।

◉ গ্রাফিক ডিজাইনাররা ২০২০ সালে গড়ে ৪৫ ডলার পার আওয়ার রেটে কাজ করেছেন আপওয়ার্ক মার্কেটপ্লেসে।

◉ ফ্রন্ট এন্ড ডেভেলপাররা ২০২০ সালে গড়ে ১৫ ডলার থেকে ১৫০ ডলার পার আওয়ার রেটে কাজ করেছেন আপওয়ার্ক মার্কেটপ্লেসে।

◉ কন্টেন্ট রাইটাররা ২০২০ সালে গড়ে ১৫ ডলার থেকে ৮০ ডলার পার আওয়ার রেটে কাজ করেছেন আপওয়ার্ক মার্কেটপ্লেসে।

◉ ইউএস একোনমিতে ফ্রিল্যান্সাররা অবদান রেখেছেন প্রায় ১ ট্রিলিয়ন ডলার যা আমেরিকার জিডিপির প্রায় ৫ শতাংশ।

◉ বিশ্বের ফ্রিল্যান্সারদের মধ্যে ৬৫% পুরুষ এবং ৩৫% মহিলা।

◉ বিগত ৫ বছরে শুধুমাত্র আমেরিকাতেই ফ্রিল্যান্সার বেড়েছে ৪ মিলিয়ন। ২০১৫ এর শুরুতে সেখানে প্রায় ৫৩ মিলিয়ন ফ্রিল্যান্সার কাজ করলেও ২০২০ এর শেষে এসে তা দাঁড়িয়েছে ৫৭ মিলিয়ন। তারা তাদের ক্যারিয়ারে কোনো না কোনো সময় ফ্রিল্যান্সার হিসেবে একটি নির্দিষ্ট সময় কাজ করেছেন।

◉ আমেরিকা বেইজড ফ্রিল্যান্সারদের প্রায় ৬১ শতাংশই একাধিক দক্ষতা নিয়ে কাজ করছেন।

◉ আমেরিকান ওয়ার্কফোরস এর প্রায় ৪৮ শতাংশই কোনো না কোনোভাবে ফ্রিল্যান্স বেইজড কাজের সাথে যুক্ত।

◉ সারা বিশ্বের প্রায় ৩.৫ বিলিয়ন ওয়ার্কফোরস এর মধ্যে ১.১ বিলিয়ন নানাভাবে ফ্রিল্যান্সিং এর সাথে যুক্ত।

◉ ২০২০ সালে বিশ্বের প্রায় ৫৭ মিলিয়ন ফ্রিল্যান্সার ওয়ার্ক ফ্রম হোম ভিত্তিক কাজ করেছেন।

◉ সমগ্র ইউরোপে বিগত ৫ বছরে ফ্রিল্যান্সার বেড়েছে ৪৫%।

◉ প্রায় ৫৫% ফ্রিল্যান্সার দক্ষতা ভিত্তিক সার্ভিস যেমন ডিজাইন, ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন এবং ৪৫% কাজ করেন প্রোগ্রামিং, মার্কেটিং বা অন্যান্য কনসালটিং সার্ভিস নিয়ে।

◉ বিশ্বের এন্টারটেইনমেন্ট (নাটক, সিনেমা, বিজ্ঞাপন ইত্যাদি) ইন্ডাস্ট্রির প্রায় ৫৫% ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেন।

সারা বিশ্বেই ফ্রিল্যান্সিং এর চাহিদা বেড়ে চলেছে। কাজের স্বাধীনতা, বাজেট, সুযোগ, বিকল্প আয়ের উপায়, বিভিন্ন কারনেই এই সেক্টরের জনপ্রিয়তা অনেক। উন্নত দেশগুলোর সাথে পাল্লা দিয়ে কাজ করছেন বাংলাদেশের ফ্রিল্যান্সাররা। মার্কেটপ্লেসে প্রতিযোগিতা করে টিকে আছেন। দেশের জন্য বয়ে আনছেন সম্মান ও গৌরব।

Share Article

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on telegram
Share on whatsapp

2 thoughts on “ফ্রিল্যান্সিং স্ট্যাট ২০২০ – ফ্রিল্যান্সিং এর কি অবস্থা?”

Leave a Comment

Categories

Recent News

Graphic & UI Design
Mentor : Imran Hossain Sojib
Shikhbe Shobai
Advance Graphic Design
Mentor : Abdul Kader
PHP & Laravel
Mentor : Faisal Hamid Himel
Shikhbe Shobai
Full Stack Web Development
Mentor : Minhaz Faisal
Digital Marketing
Mentor : Towfikul Arafat