মানুষ তার অবস্থার জন্য, সেটা হতে পারে ভালো বা খারাপ, সিংহভাগ নিজেই দায়ী। কেউ ভালো করলে সেটা কাকতালীয় ভাবে হয়ে যায় না, অবশ্যই এই ভালোর পিছনে তার নিজের একটা বড় ত্যাগ এবং পরিশ্রম রয়েছে। আবার অনেকে তার পরিবেশ, অভাব বা অন্য কাউকে দোষারোপ করে দুর্দশার জন্য। কিন্তু এটা শুধুমাত্র নিজেকে শান্তনা দেয়া বা বাঁচানোর ব্যর্থ চেষ্টা।
সৃষ্টিকর্তা আমাদের জীবন দিয়েছেন এক পরীক্ষার জগতে। এখানে সর্বক্ষেত্রে আমাদের নিজেদের প্রমাণ করতে হয় এবং এগিয়ে যেতে হয় শেষ ঠিকানা পর্যন্ত। এখন প্রশ্ন হচ্ছে আপনি কি চাচ্ছেন? নিজেকে গুটিয়ে নিয়ে নিজের দুর্দশার কান্না করবেন এবং অন্যকে দোষারোপ করবেন? নাকি ভালো কিছুর জন্য চেষ্টা করে যাবেন শেষ ঠিকানা পর্যন্ত? এটা সম্পুর্ন নির্ভর করে আমাদের ইচ্ছার উপর।
এখন প্রশ্ন আসে, সবাই তো ভালো থাকতে পারে না। অনেক সময় অনেক চেষ্টা করার পরও দুর্দশা চলে আসে, তখন কাকে দোষ দিবো? এর উত্তর খুবি সহজ, কাউকে দোষারোপ করতে হবে না, আপনি তো চেষ্টা করেছেন, আপনার নিজের কাছে আপনি সফল। হয়তো কোথাও ভুল হয়েছে, হয়তো শতভাগ নয়, কিন্তু হাত পা গুটে বসে থাকেন নি আপনি। খেয়াল করে দেখবেন আপনি যদি চেষ্টাই না করতেন, তাহলে হয়তো এর থেকে আরও অনেক দুর্দশাগ্রস্থ হতেন।
আমরা বলতে পারি চেষ্টা করতে থাকাটাই অর্জন। যেই উদ্দেশ্যে চেষ্টা করছি, সেটা সব সময় বা সব টুকু হয়তো পাবো না। কিন্তু চেষ্টা করে গিয়েছি, নিজেকে বা কাউকে দোষারোপ করতে পারবো না। ভুল গুলো শুধরে আবার চেষ্টা করলে হয়তো আমাদের ইচ্ছার জয় হবে।
আমরা বাঁচি আমাদের ইচ্ছার উপর। আমরা আসলে কি চাই? নিজেকে প্রশ্ন করা উচিৎ।
আবদুল কাদের
সিওও, শিখবে সবাই
1 thought on “মানুষ বাঁচে তার নিজের ইচ্ছায়”
Great!